কর্মক্ষেত্রের সুরক্ষা ও নিরাপত্তার নিয়ম নীতি প্রয়োগ :
কর্মক্ষেত্রে সবার আগে যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হয় তা হল সুরক্ষা ও নিরাপত্তা | টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ চালিত মেশিন জেনারেটর বয়লার ইত্যাদি একইসাথে চলমান থাকায় অসাবধানতার কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে | তাই কাজ করার সময় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেসকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তা হল :
ইন্ডাস্ট্রিতে প্রচুর ফ্লাই হয় যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে গিয়ে জটিল রোগ সৃষ্টি করতে পারে | এ জন্য সর্বদা মাক্স ব্যবহার করতে হবে|
ঢিলা ঢালা পোশাক পরিধান করা যাবে না |
মেয়েদের ওড়না বেঁধে এবং পড়ে কাজ করতে হবে | ওড়না না বাঁধলে বাইস্কোপ না পড়লে চুল মেশিনের সাথে জড়িয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে |
ফ্লোরে কর্মরত অবস্থায় পান বিড়ি সিগারেট গুগোল বা অন্য কোন নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না |
কর্মক্ষেত্রে ঘুম আসলে মেশিনের গায়ে হেলান দিয়ে বা মেশিনের মাঝখানে বসে ঘুমানো যাবে না |
অহেতুক দৌড়াদৌড়ি ঝগড়া মারামারি করা যাবেনা |
অহেতুক গল্পগুজবের লিপ্ত হওয়া যাবে না |
কোন মেশিনের অপারেটিং সম্পর্কে ভালোভাবে অবগত না হয় মেশিনে হাত দেওয়া যাবেনা |
চলন্ত অবস্থায় কোন মেশিনের ভিতরে হাত দেওয়া যাবেনা |
ইলেকট্রিক প্যানেল বোর্ড এ হাত দেওয়া যাবেনা |
কোথাও আগুন বা ধুয়া দেখা দিলে
দ্রুত মেশিনের সুইচ বন্ধ করতে হবে |
কর্মরত অফিসার কে জানাতে হবে |
ফায়ার ট্রেনিং জানা থাকলে ফায়ার এলাম অন করে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভাতে হবে |
কোনক্রমেই মেশিনে পানি ব্যবহার করা যাবে না
হুড়োহুড়ি না করে সারিবদ্ধ ভাবে গেট দিয়ে বের হতে হবে |
ইলেক্ট্রিসিটি চলে গেলে কিংবা ভূমিকম্প বা অন্য কোন দুর্যোগের ক্ষেত্রেও দৌড়াদৌড়ি না করে সারিবদ্ধ ভাবে জরুলি বহির্গমন দরজা দিয়ে বের হয়ে আসতে হবে |
কটন বেল বাসতা কাটার সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে |
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments