Saturday, 10 September 2022

thumbnail

কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিরাপত্তার অভ্যাস প্রয়োগ করা ।

 পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতি কি ?

 কর্মক্ষেত্রে পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্যের বিপত্তি গ্রাস করতে বা কমাতে বাধ্যতামূলক নিয়ম হলো পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্য স্ট্যান্ডার্ড মেনে চলা |  ওএইচএস  স্ট্যান্ডার্ড লক্ষ্য হলো কমপক্ষে সর্বনিম্ন গ্রহণযোগ্য সুরক্ষা প্রধান অতিথি শ্রমিককে তার কারণে দেখা দিতে পারে এমন আঘাত অসুস্থতা বা মৃত্যুর ঝুঁকি সাথে সম্পর্কিত| সরকার প্রদত্ত ওএইচএস এর নিয়ম হলো কর্মীদের কল্যাণ এবং ভালোভাবে কাজের লোককে নীতিনির্ধারণী ক্ষমতার একটি অনুশীলন|




কর্মক্ষমতার মানদন্ড

  1.  পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতি এবং নিরাপদ অপারেটিং পদ্ধতি গুলো পড়া এবং বোঝা

  2.  নিরাপত্তা সংক্রান্ত চিহ্ন এবং প্রতীকসমূহ চিহ্নিত এবং অনুসরণ করা

  3.  জরুরি অবস্থায় সাড়া প্রদান সরিয়ে নেওয়ার পদ্ধতি এবং অন্যান্য জরুলি  ব্যবস্থা নির্ণয় করা

  4.  পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতি এবং পদ্ধতিগুলো অনুশীলন এবং প্রয়োগ করা

  5.  ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সনাক্ত এবং ব্যবহার করা

  6.  ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখা

  7.  বিপদ এবং ঝুঁকিসমূহ চিহ্নিত মূল্যায়ন ও নিয়ন্ত্রণ করা

  8.  বিপদ থেকে অদ্ভুত ঘটনা কর্তৃপক্ষকে জানানো

  9.  কর্মক্ষেত্রে অনিরাপদ অবস্থানগুলি সংশোধন করার জন্য সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া

  10.  এলাম এবং সতর্কতাগুলো প্রতিক্রিয়া চেক করা

  11.  জরুরী প্রতিক্রিয়া পরিকল্পনা এবং পদ্ধতিগুলো প্রয়োগ করা

  12.  জরুরি অবস্থার সময় প্রাথমিক চিকিৎসার পদ্ধতি প্রয়োগ করা

Sunday, 4 September 2022

thumbnail

কর্মক্ষেত্রের সুরক্ষা ও নিরাপত্তার

        কর্মক্ষেত্রের  সুরক্ষা ও নিরাপত্তার নিয়ম নীতি প্রয়োগ :


কর্মক্ষেত্রে সবার আগে যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হয় তা হল সুরক্ষা ও নিরাপত্তা |  টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ চালিত মেশিন জেনারেটর বয়লার ইত্যাদি একইসাথে চলমান থাকায় অসাবধানতার কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে | তাই কাজ করার সময় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেসকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তা হল :

  •  ইন্ডাস্ট্রিতে প্রচুর ফ্লাই হয় যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে গিয়ে জটিল রোগ সৃষ্টি করতে পারে | এ জন্য সর্বদা মাক্স ব্যবহার করতে হবে|

  •  ঢিলা ঢালা পোশাক পরিধান করা যাবে না |

  •  মেয়েদের ওড়না বেঁধে এবং পড়ে কাজ করতে হবে | ওড়না না বাঁধলে বাইস্কোপ না পড়লে চুল মেশিনের সাথে জড়িয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে |

  •  ফ্লোরে কর্মরত অবস্থায় পান বিড়ি সিগারেট গুগোল বা অন্য কোন নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না |

  •  কর্মক্ষেত্রে ঘুম আসলে মেশিনের গায়ে হেলান দিয়ে বা মেশিনের মাঝখানে বসে ঘুমানো যাবে না |

  •  অহেতুক দৌড়াদৌড়ি ঝগড়া মারামারি করা যাবেনা |

  •  অহেতুক গল্পগুজবের লিপ্ত হওয়া যাবে না |

  •  কোন মেশিনের অপারেটিং সম্পর্কে ভালোভাবে অবগত না হয় মেশিনে হাত দেওয়া যাবেনা |

  •  চলন্ত অবস্থায় কোন মেশিনের ভিতরে হাত দেওয়া যাবেনা |

  •  ইলেকট্রিক প্যানেল বোর্ড এ হাত দেওয়া যাবেনা |

  •  কোথাও আগুন বা ধুয়া দেখা দিলে

  •  দ্রুত মেশিনের সুইচ বন্ধ করতে হবে |

  •   কর্মরত অফিসার কে জানাতে হবে |

  •   ফায়ার ট্রেনিং জানা থাকলে ফায়ার এলাম অন করে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে  আগুন নিভাতে হবে |

  •  কোনক্রমেই মেশিনে পানি ব্যবহার করা যাবে না

  •  হুড়োহুড়ি  না করে সারিবদ্ধ ভাবে গেট দিয়ে বের হতে হবে |

  •  ইলেক্ট্রিসিটি চলে গেলে কিংবা ভূমিকম্প বা অন্য কোন দুর্যোগের ক্ষেত্রেও দৌড়াদৌড়ি না করে সারিবদ্ধ ভাবে জরুলি বহির্গমন দরজা দিয়ে বের হয়ে আসতে হবে |

  •  কটন বেল বাসতা কাটার সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে |



Search This Blog

Powered by Blogger.

how to join google meet in mobile phone

how to join google meet in mobile phone in Bangla tutorial 2023. 💪💪💪💪💪💪💪💪 how to join google meet ...